নাটোরে পুরো রমজানে দুস্থদের ইফতার করাবে জেলা প্রশাসন

নাটোর শহর ও আশেপাশের জনবহুল স্থানের গরিব-দুস্থদের পুরো রমজান মাস ইফতার করানোর ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। শনিবার (২ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক শামীম আহমেদ এই ঘোষণা দেন।

তিনি বলেন, ‘প্রতিদিন অন্তত ২০০ দুস্থ, গরিব ও ভাসমান মানুষদের ইফতার করানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এক এক দিন একেক স্থানে ইফতার বিতরণ করা হবে। প্রতিদিন ইফতারের কিছু আগে ওই প্যাকেট পৌঁছে যাবে শহরের বিভিন্ন পয়েন্টে।’

সভায় রমজানে নিম্ন আয়ের মানুষের কাছে টিসিবির নিত্যপণ্যসামগ্রী ভর্তুকি মূল্যে বিক্রি এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এ ছাড়া নাটোর সদর হাসপাতালসহ জেলার অন্যান্য সরকারি হাসপাতালে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমসহ স্বাস্থ্য সেবা, পুকুর খনন, বাজারে পণ্যমূল্য স্থিতিশীল রাখা, কৃষি সারের বাজার মূল্য ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।