স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

বগুড়ায় স্ত্রীকে গলাটিপে হত্যার দায়ে বুদু মন্ডল (৪৩) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১১ এপ্রিল) দুপুর ১টায় বগুড়ার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ হাবিবা মন্ডল এই রায় ঘোষণা করেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। 

আদালত সূত্র জানায়, রিকশাচালক বুদু মন্ডল বগুড়ার কাহালু উপজেলার উলখার গ্রামের মৃত মেছের আলীর ছেলে। ২০০১ সালে আলেফা খাতুনের সঙ্গে তার বিয়ে করেন। আর্থিক অনটনের কারণে তাদের মাঝে ঝগড়া লেগেই থাকতো। ২০০৬ সালের ৬ ফেব্রুয়ারি রাতে তাদের মধ্যে আবারও ঝগড়া হয়। এ সময় ক্ষিপ্ত হয়ে আলেফাকে গলাটিপে হত্যা করেন বুদু। 

পরদিন নিহতের ভাই আমির আলী কাহালু থানায় তার বিরুদ্ধে হত্যা মামলা করেন। গ্রেফতারের পর বুদু মন্ডল ৯ ফেব্রুয়ারি হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। মামলার তদন্ত কর্মকর্তা কাহালু থানার এএসআই আনিসুর রহমান ১৬ মার্চ তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী নাসিমুল করিম হলি জানান, দীর্ঘ শুনানি শেষে দোষী সাব্যস্ত হওয়ায় আদালত বুদু মন্ডলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। তাকে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।