রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি কারাগারে

রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি এমাজ উদ্দিন মণ্ডলকে (৫০) কারাগারে পাঠানো হয়েছে। শনিবার (২৩ এপ্রিল) দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে শুক্রবার (২২ এপ্রিল) রাতে মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তাকে গ্রেফতার করে। এই জামায়াত নেতার বিরুদ্ধে নাশকতার ৩৫ মামলাটি মামলা আদালতে বিচারাধীন। এজন্য দীর্ঘদিন যাবৎ তিনি পলাতক ছিলেন।

শনিবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-কমিশনার ও মুখপাত্র মো. রফিকুল আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

গ্রেফতার এমাজ উদ্দিন ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু থানার পায়রাডাঙ্গা গ্রামের মৃত সিরাজ উদ্দিন মণ্ডলের ছেলে। বর্তমানে তিনি রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া পশ্চিমপাড়ার বাসিন্দা।

আরএমপি অতিরিক্ত উপ-কমিশনার ও মুখপাত্র রফিকুল আলম জানান, শুক্রবার বিকালে এমাজ উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। আরএমপির গোয়েন্দা শাখা (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে রাজপাড়া থানার তেরখাদিয়া মোড় থেকে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে নাশকতা, সন্ত্রাসী কার্যক্রম ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রসহ মোট ৩৫টি মামলা আদালতে বিচারাধীন আছে। এ ছাড়াও তার বিরুদ্ধে ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু থানায় পাঁচটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।