র‍্যাব-সিআইডির কর্মকর্তা পরিচয়ে অর্থ হাতিয়ে নিতেন তিনি

জয়পুরহাট শহরের খঞ্জনপুর চৌরাস্তা সংলগ্ন এলাকা থেকে সেনাবাহিনী ও সিআইডির ভুয়া আইডি কার্ডসহ আলমগীর হোসেন নামে এক প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (৫ মে) গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার প্রতারক জয়পুরহাট সদর উপজেলার সওদাগরপাড়ার মৃত সওদাগর শেখের ছেলে।

জয়পুরহাটর র‍্যাব-৫-এর সিপিসি-৩ অধিনায়ক মেজর হাসান মাহমুদ জানান, অভিযুক্ত আলমগীর হোসেন বিভিন্ন সময় র‍্যাব, সিআইডি, পুলিশ ও সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা পরিচয় দিয়ে মানুষকে ভয় দেখিয়ে, চাকরি দেওয়া, বিদেশ পাঠানো, পাওনা টাকা উত্তোলনের নামে মানুষের সঙ্গে প্রতারণা করে অর্থ হাতিয়ে নিতেন।

তিনি আরও জানান, অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে সেনাবাহিনীর একটি ও সিআইডির একটি ভুয়া আইডি কার্ড, র‍্যাবের পোশাক পরা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, চেকের পাতা দুইটি, একটি মোটরসাইকেলসহ নগদ সাত হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মামলা করা হয়েছে।