দোকানে ছিল ৬ বোতল, গোডাউনে মিললো ৩৬০০ লিটার তেল

নাটোরে স্টেশন বাজারের এক দোকানে সাজানো ছিল দুই লিটার সয়াবিন তেলের মাত্র ছয়টি বোতল। আর বিক্রি হচ্ছিলো সরিষার তেল। তবে দোকানের পাশের গোডাউনে ছিল মোট ৩৬০০ লিটার তেল। রবিবার (৮ মে) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে এমন ঘটনা ধরা পড়ে। 

গোডাউন থেকে উদ্ধার হয় বোতলজাত এক হাজার লিটার সয়াবিন। এছাড়া খোলা সয়াবিন আর পামওয়েল মিলে পাওয়া যায় আরও ২৬০০ লিটার তেল। পরে আগামী তিন দিনের মধ্যে ওই তেল বিক্রি করা হবে, এমন মুচলেকায় সমাপ্ত হয় অভিযান।

নাটোর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক মেহেদী হাসান তানভীর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শহরের স্টেশন বাজারের নিউ বেঙ্গল ট্রেডার্সে রবিবার দুপুরে অভিযান চালানো হয়। ওই সময় গোডাউন থেকে এনে বোতলজাত সয়াবিন ৭০-৮০ লিটার তাৎক্ষণিক বিক্রি করানো হয়।

অভিযানের সময় অন্যান্যের মধ্যে ক্যাব, জেলা শাখার সাধারণ সম্পাদক রইচ উদ্দীন উপস্থিত ছিলেন।