নৃগোষ্ঠী পরিবারের জমি দখলের চেষ্টা, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পাপুর গ্রামে ক্ষুদ্র নৃগোষ্ঠী এক পরিবারের জমি দখলের চেষ্টা ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা করা হলেও প্রাণনাশের হুমকির মুখে জীবনের নিরাপত্তা চেয়ে  সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। সোমবার (৯ মে) দুপুরে জয়পুরহাট প্রেসক্লাবে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য পাঠ করেন মিনতি খালকো।

তিনি বলেন, নিজ ছেলের নামে থাকা জমিতে দীর্ঘদিন ধরে চাষাবাদ করছি। সম্প্রতি প্রতিবেশী মনসুর, রবিউল, দুলাল, মুর্শিদা, মাসি উড়াওসহ ১০/১৫ জন সন্ত্রাসী জমিতে গেলে মারপিট করার পাশপাশি দখল করার চেষ্টা চালায়। এতে বাধা দিলে বেদম মারপিট করে অভিযুক্তরা। 

তিনি আরও বলেন, গত ১২ এপ্রিল ওই জমিতে কাজ করতে গেলে মারপিটের শিকার হই। পরে সাত দিন চিকিৎসা শেষে বাড়ি ফিরি। এ বিষয়ে আসামিদের বিরুদ্ধে মামলা হলেও তারা আমাকেসহ পরিবারের অন্য সদস্যদের প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে। এ অবস্থায় আমার ও পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা চাই। প্রশাসন ও সাংবাদিকদের কাছে ঘটনার সুষ্ঠু বিচার দাবি জানান তিনি। 

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অ্যাড. বাবুল রবিদাস, আদিবাসী ছাত্র পরিষদের জেলা আহ্বায়ক সুরেশ রবিদাস প্রমুখ।