বেশি দামে তেল বিক্রি করায় জরিমানা

বেশি দামে তেল বিক্রি করায় নাটোরের বড়াইগ্রামের দুই ও বাগাতিপাড়ার চার ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। সোমবার (৯ মে) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই জরিমানা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক মেহেদী হাসান তানভীর ও বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা দেবী পাল।

মেহেদী হাসান তানভীর জানান, বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাজারে দুপুরে অভিযান চালানো হয়। এ সময় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে সয়াবিন তেল বিক্রি করায় অনামিকা স্টোরকে তিন হাজার এবং জলিল স্টোরকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

প্রিয়াঙ্কা দেবী পাল জানান, বিক্রির লাইসেন্স না থাকলেও অতিরিক্ত মূল্যে পেট্রোল বিক্রির অপরাধে সোমবার দুপুরে উপজেলার পাকা ইউনিয়নের একডালা বাজারের বিদ্যুৎকে ২০ হাজার ও কামাল হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া দয়রামপুর বাজারের সোহেল রানাকে ১০ হাজার ও বিহারকোল বাজারের ফজলুর রহমানকে আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই উপজেলার কয়েকটি বাজারে কিছু অসাধু ব্যবসায়ী ভোক্তা অধিকার আইন অমান্য করে বেশি মূল্যে পেট্রোল বিক্রি করছিল। পেট্রোল-অকটেনের বাজার নিয়ন্ত্রণ রাখতে এই অভিযান চালানো হয়। এমন অভিমান অব্যাহত থাকবে।