ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেলো ২ জনের

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বালুবোঝাই ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে চালকসহ দুই জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তিন জন।

মঙ্গলবার (১৭ মে) দিবাগত রাত ৩টায় নাটোর-পাবনা মহাসড়কের উপজেলার নগর কয়েনবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—চুয়াডাঙ্গা জেলা সদরের তালতলা পশুরহাট এলাকার আছির উদ্দিনের ছেলে মাইক্রোবাসের চালক মনিরুজ্জামান (৩৫) এবং গহরপাড়া গ্রামের মৃত আদম আলীর ছেলে ওই মাইক্রোবাসের যাত্রী আব্দুল্লাহ আল মাহবুব (৪৩)। 

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, রাত ৩টায় মাইক্রোবাসটি চুয়াডাঙ্গা থেকে রাজশাহী পাসপোর্ট অফিসের উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান দিকে গিয়ে মাইক্রোবাসকে চাপা দেয়। 

এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। মাইক্রোবাসের নিচে আটকা পড়েন মাহবুব। ফায়ার সার্ভিসের কর্মীরা মাইক্রোবাসের বডি কেটে বের করার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।