ছোট ভাইকে হত্যায় বড় ভাইয়ের ৭ বছর কারাদণ্ড

কুকুর পালন নিয়ে বাগবিতণ্ডার জেরে ছোট ভাইকে হত্যার দায়ে বড় ভাইকে সাত বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে নাটোর দায়রা জজ আদালতের বিচারক শরিফ উদ্দিন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত জাহাঙ্গীর শেখ (৪০) শহরের কানাইখালী মহল্লার ছাবেদ আলী শেখের ছেলে।

কোর্ট পুলিশের ইন্সপেক্টর নজমুল হক বলেন, দণ্ডপ্রাপ্ত জাহাঙ্গীর শেখের স্ত্রী বিলকিস বেগম বাড়িতে কয়েকটি কুকুর নিয়ে আসেন। কুকুরগুলো ছোট ভাইয়ের স্ত্রী পলি বেগমের ঘরের জিনিসপত্র নষ্ট করছে বলায় ২০১৭ সালের ৭ জানুয়ারি বিলকিস ও পলির মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে দুই ভাই বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এরই ধারাবাহিকতায় ছোট ভাই জনিকে বাড়ির দেয়ালে মাথা ঠেকিয়ে আঘাত করেন জাহাঙ্গীর। এতে জনির মৃত্যু হয়। এ ঘটনায় জাহাঙ্গীর ও বিলকিসের বিরুদ্ধে হত্যা মামলা করেন পলি।

মামলার আইও এসআই জাহাঙ্গীর আলম ওই বছরের ২০ জুন আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত জাহাঙ্গীরকে সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন।