নাটোরে বন্ধ করে দেওয়া হলো ৭ অবৈধ ক্লিনিক

স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুযায়ী নাটোরে অবৈধ ক্লিনিক বন্ধে অভিযান চলছে। সদর উপজেলায় এই অভিযান পরিচালনা করে সাতটি অবৈধ ক্লিনিক বন্ধ করে দেওয়া হয়েছে। অভিযান চলবে অন্যান্য উপজেলাতেও।

সদর উপজেলায় বন্ধ করে দেওয়া ক্লিনিকগুলো হলো– শহরের মাদ্রাসা মোড় এলাকার পদ্মা ক্লিনিক, সেন্ট্রাল ল্যাব ও প্রাইম ডায়াগনস্টিক, চকরামপুরের হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক, চকবৈদ্যনাথের মদিনা চক্ষু হাসপাতাল, হাফরাস্তার তামান্না ডিজিটাল ডায়াগনস্টিক এবং বড়হরিশপুরের বরাত ডায়াগনস্টিক।

জেলা সিভিল সার্জন ডা. রোজী আরা খাতুন বলেন, শনিবার বেলা ১১টা থেকে সদর উপজেলায় অভিযান চালিয়ে সাতটি ক্লিনিক বন্ধ করা হয়েছে। অন্যান্য উপজেলায়ও অভিযান চালানো হবে।’

তিনি বলেন, জেলায় মোট নিবন্ধিত ক্লিনিকের সংখ্যা ১১৫টি। আর অবৈধ ক্লিনিকের সংখ্যা ২০টির বেশি। এর মধ্যে সদর উপজেলায় রয়েছে ১৩টি। আজ সাতটি বন্ধ করে দেওয়া হয়েছে। বাকিগুলোও বন্ধ করে দেওয়া হবে।