বগুড়ায় বিএনপির ৫ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বগুড়ার গাবতলী উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৩৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০০-৪০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। 

মঙ্গলবার (৩১ মে) রাতে গাবতলী থানায় পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজার রহমান পাইকার এই মামলা করেন। ইতোমধ্যে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, মামলায় গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন, সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, গাবতলীর পৌর মেয়র বিএনপি নেতা সাইফুল ইসলাম ও গাবতলী পৌর বিএনপি সাধারণ সম্পাদক আব্দুর রশিদসহ ১৩৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এজাহারনামীয় আসামি আবু জাফর, হাবিবুল্লাহ আকন্দ ও বাবু মিয়াকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয়রা জানান, গত শুক্রবার গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক সুরাইয়া জেরিন রনি প্রধানমন্ত্রীকে কটূক্তি করেন। এছাড়া তিনি তার বক্তব্যের ভিডিও নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেন।

ভিডিওটি ভাইরাল হলে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনায় জেলা আওয়ামী লীগের পক্ষে সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। শহর আওয়ামী লীগ, জেলা যুব মহিলা লীগ, ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। 

জানা গেছে. রবিবার দুপুরে গাবতলীতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হামলা করেন। এ দিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাঁচ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। একে উভয়পক্ষে অন্তত ২০ জন আহত হন।