‘বিদেশি অর্থায়নে মসজিদ নির্মাণ’ অপপ্রচার ছাড়া কিছুই না: পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘অনেকে বলেন, বিদেশি অর্থায়নে মসজিদ নির্মাণ করছে সরকার। কিন্তু এটা অপপ্রচার ছাড়া কিছুই না। কারণ, সরকার নিজস্ব অর্থায়নে সারাদেশে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করছে।’

শনিবার (৪ জুন) ‍দুপুরে নাটোরের সিংড়ায় হাজী কল্যাণ পরিষদ আয়োজিত ২০২২ সালের হজযাত্রীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পলক বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলাম ধর্ম প্রচারের জন্য ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন। তাবলীগ জামায়াতের ইসলাম প্রচারের জন্য কাকরাইল মসজিদে জায়গা দিয়েছেন। তাবলীগ জামায়াতের সমাবেশের জন্য টঙ্গী ময়দান দান করেছেন। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমী মাদ্রাসাকে স্বীকৃতি দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৫৭ কোটি টাকা ব্যয়ে সিংড়া শহর রক্ষা বাঁধ নির্মাণ করা হয়েছে। এছাড়া উপজেলা মডেল মসজিদ, কেন্দ্রীয় মসজিদ, শতাধিক ধর্মীয় প্রতিষ্ঠানে বিগত ১৩ বছরে প্রধানমন্ত্রীর কাছে থেকে অনুদান দেওয়া হয়েছে। সিংড়া হামিদিয়া মাদ্রাসায় সহযোগিতা করা হয়েছে।’

সিংড়া পৌর কমিউনিটি সেন্টারে স্থানীয় আরাফাতি হাজী কল্যাণ পরিষদের সভাপতি মকবুল হোসেনের সভাপতিত্বে  অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, সিংড়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব জান্নাতুল ফেরদৌস ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম।

আয়োজক কমিটি জানান, সিংড়া উপজেলা থেকে এ বছর ১৫৬ জন হজ পালনে সৌদি আরব যাচ্ছেন।