১ টাকা ভাড়ায় রাজশাহী থেকে ঢাকায় আসছে আম

তৃতীয়বারের মতো চালু হতে যাচ্ছে ম্যাংগো স্পেশাল ট্রেন। সোমবার (১৩ জুন) চাঁপাইনবাবগঞ্জ জেলার রহনপুর স্টেশন থেকে বিকাল ৪টায় চালু হচ্ছে কম টাকায় আম বহনের বিশেষ ট্রেনটি। এ ট্রেনে এক কেজি এক টাকা ৩১ পয়সায় পরিবহন করতে পারবেন ব্যবসায়ীরা।

বিষয়টি নিশ্চিত করে রহনপুর রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার মামুন ও চাঁপাইনবাবগঞ্জ সদর স্টেশন মাস্টার ওবায়দুল্লাহ জানান, সোমবার বিকালে ৪টার দিকে রেলওয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা ম্যাংগো স্পেশাল ট্রেনটি উদ্বোধন করবেন। রহনপুর আর চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশন থেকে ঢাকায় এক কেজি আম পাঠাতে খরচ পড়বে এক টাকা ৩১ পয়সা।

রাজশাহী রেলওয়ের (পশ্চিম) মহাব্যবস্থাপক আসীম কুমার তালুকদার বলেন, ‘গত দুই বছর ধরে স্বল্প খরচে ম্যাংগো ট্রেন আম পরিবহন করছে। এ বছরও কম খরচে ঢাকায় আম পৌঁছাতে সরকার ম্যাংগো ট্রেন চালু করার উদ্যোগ নিয়েছে। চাঁপাইনবাবগঞ্জ থেকে ট্রেনটিতে প্রতি কেজি আম পরিবহন করতে খরচ পড়বে ১.৩১ টাকা। আর রাজশাহী থেকে খরচ পড়বে মাত্র ১.১৭ টাকা।’

তিনি আরও বলেন, ‘এই ট্রেন প্রতিদিন বিকাল ৪টার দিকে রহনপুর থেকে যাত্রা শুরু করবে। চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনে ঘণ্টাব্যাপী আম লোড করে রাজশাহীর উদ্দেশে রওনা হবে। আর রাজশাহী এসে আম নিয়ে রাত ৯টায় ঢাকার উদ্দেশে রওনা দেবে।’

রেল বিভাগের তথ্যমতে, করোনাকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে ২০২০ সালের ৫ জুন প্রথমবারের মতো ম্যাংগো স্পেশাল ট্রেন উদ্বোধন করা হয়। ওই বছরের ২১ জুলাই পর্যন্ত চলা এই ট্রেনে আম পরিবহন হয় এক লাখ ৬৭ হাজার ৮২ কেজি। আর তা থেকে রাজস্ব আয় হয় দুই লাখ ১১ হাজার ৪৫৮ টাকা।

২০২১ সালের ২৭ মে দ্বিতীয়বার ট্রেনটি চালু হয়। ট্রেনটি ওই বছরের ১৬ জুলাই পর্যন্ত আম পরিবহন করে। ওই বছরে আম পরিবহন হয় দুই লাখ ৩৬ হাজার ৯৭৩ কেজি। সে বছর রাজস্ব আদায় হয়েছিল ১৩ লাখ ৪৪ হাজার ৯২০ টাকা।