ধর্ম অবমাননার অভিযোগে সহকারী অধ্যাপক আটক

ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে নওগাঁর রাণীনগর মহিলা কলেজের বাংলা বিভাগের এক সহকারী অধ্যাপককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ জুন) রাতে নওগাঁ সদর উপজেলার কাঁঠালতলী এলাকার বাসা থেকে তাকে আটক করা হয়। শুক্রবার (১৭ জুন) বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।  

কলেজ সূত্রে জানা যায়, তিন দিন আগে রাণীনগর মহিলা কলেজের এক সহকারী অধ্যাপক ফেসবুক আইডিতে কবিতার মাধ্যমে ধর্ম অবমাননাকর পোস্ট করেন। এরপর বিষয়টি জানাজানি হয়। কলেজ কর্তৃপক্ষকে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বারবার বলা হয়। 

কিন্তু কলেজ কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা গ্রহণ না করায় বৃহস্পতিবার জোহরের নামাজের পর স্থানীয় আলেম-ওলামাসহ তৌহিদি জনতা বিচারের দাবিতে কলেজে অবস্থান নেয়। বিকাল ৩টার দিকে ওই সহকারী অধ্যাপককে শোকজ করা হয়। তারপর স্থানীয় আলেম-ওলামাসহ তৌহিদি জনতা কলেজ প্রাঙ্গণ ত্যাগ করে। সন্ধ্যায় নিজ বাসা থেকে তাকে আটক করে পুলিশ। 

রাণীনগর মহিলা কলেজের অধ্যক্ষ মিরাজুল ইসলাম বলেন, ‘ধর্ম নিয়ে কটূক্তি করায় কলেজের সহকারী অধ্যাপককে বৃহস্পতিবার শোকজ করা হয়। শোকজের কপি পাঠিয়ে দেওয়া হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে।’

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মহিলা কলেজের সভাপতি শাহাদাত হুসেইন বলেন, ‘ঘটনাটি জানাজানি হলে অধ্যক্ষ তাকে শোকজ করেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’

এ বিষয়ে ওই সহকারী অধ্যাপক বলেন, ‘আমি কবিতা লিখেছি, ধর্ম নিয়ে কটূক্তি করিনি। আর শোকজের কোনও কপি পাইনি এবং এ বিষয়ে কিছু জানিও না।’

রাণীনগর থানার ওসি সেলিম রেজা বলেন, ‘ওই সহকারী অধ্যাপককে আটক করে থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে ব্যবস্থা নেওয়া হবে।’