গরু কিনতে যাওয়ার পথে প্রাণ গেলো ব্যবসায়ীর

বগুড়ার নন্দীগ্রামে গরুর রশির সঙ্গে মোটরসাইকেল পেঁচিয়ে রাস্তায় পড়ে গিয়ে আবদুল লতিফ (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (২৯ জুন) দুপুরে উপজেলার ভাগভজর এলাকায় কাথম-কালিগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে।

এই ঘটনায় শামীম হোসেন (৩৮) নামে আরেক গরু ব্যবসায়ী আহত হয়েছেন। পুলিশ ও স্বজনরা জানান, আবদুল লতিফ নন্দীগ্রাম উপজেলার ইউসুফপুর গ্রামের মৃত ছামেদ আলীর ছেলে। বুধবার দুপুরের আগে আবদুল লতিফ ও শামীম হোসেন গরু কেনার জন্য মোটরসাইকেলে নওগাঁর রাণীনগর উপজেলার হাটে যাচ্ছিলেন। দুপুরে তারা নন্দীগ্রাম উপজেলার ভাগভজর এলাকায় কাথম-কালিগঞ্জ সড়কে পৌঁছেন। এ সময় সড়কের পাশে বেঁধে রাখা গরুর রশির সঙ্গে মোটরসাইকেল পেঁচিয়ে যায়। তারা দুজনই সড়কে ছিটকে পড়ে মাথায় আঘাত পান। পথচারীরা তাদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

নন্দীগ্রাম সদর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত গরু ব্যবসায়ী লতিফের মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন।

নন্দীগ্রাম থানার ওসি আনোয়ার হোসেন জানান, আহত ওই ব্যবসায়ীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।