একদিন চলেই বন্ধ হলো ক্যাটল স্পেশাল ট্রেন

প্রত্যাশিত সাড়া না পাওয়ায় কোরবানির পশু পরিবহনের জন্য চালুর একদিন পরই ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ বন্ধ করা হয়েছে। বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকালে পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার (জিএম) অসীম কুমার তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঈদে ঘরমুখো যাত্রী পরিবহনে এখন রেলওয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। ঈদুল আজহাকে সামনে রেখে দ্বিতীয়বারের মতো ক্যাটল স্পেশাল ট্রেন চালু করা হয়। কিন্তু ট্রেনে পশু পরিবহনে কাঙ্ক্ষিত সাড়া না পাওয়ায় একদিন চালিয়েই বন্ধ করা হয়েছে।

অসীম কুমার আরও জানান, স্বল্প খরচে ও নির্বিঘ্নে কোরবানির পশু পরিবহনের জন্য ট্রেনটি চালু করা হয়। প্রথম দিনে চারটি ওয়েগান বুক হয়েছিল। একটি ফাঁকাই ছিল। পশু পরিবহনের জন্য একদিন আগেই বুকিং দিতে বলা হয়েছিল। তিনদিন চলানোর পরিকল্পনা থাকলেও দ্বিতীয় দিনে বুকিং না হওয়ায় ট্রেনটি বন্ধ করা হয়।

আরও পড়ুন: ১৩২টি পশু নিয়ে ঢাকার পথে ক্যাটল স্পেশাল ট্রেন

বুধবার (৬ জুলাই) ১৩২টি পশু নিয়ে রাজধানীর পথে রওনা দিয়েছিল ক্যাটল স্পেশাল ট্রেন। এ দিন চাঁপাইনবাবগঞ্জ থেকে ২২টি পশু নিয়ে ট্রেনটি ছেড়ে যায়। এরপর রাজশাহী স্টেশনে একটি ওয়েগানে মোট ৫টি গরু ও ৬টি ছাগল নিয়ে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ছেড়ে গিয়েছিল।

পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ সূত্র জানায়, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, আড়ানী ও বড়ালব্রিজ মোট চার স্টেশন থেকে ৩৬টি গরু ও ৯৬টি ছাগল অর্থাৎ ১৩২টি পশু নিয়ে ঢাকায় পৌঁছায়। ট্রেনের প্রতি ওয়াগনে ২০টি গরু-ছাগল বহন করা যায়। এতে প্রতি ওয়াগনের খরচ পড়ে ১১ হাজার ৮২০ টাকা। ২০২১ সালের ১৭ জুলাই ক্যাটল স্পেশাল ট্রেনেটি প্রথমবারের মতো চালু হয়।