২০ কেজি ওজনের গঙ্গা কাছিম উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলায় ২০ কেজি ওজনের একটি গঙ্গা কাছিম উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে চলনবিলের ডাহিয়া এলাকা থেকে স্থানীয় পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির উদ্যোগে কাছিমটি উদ্ধার করা হয়।

সংগঠনটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, বুধবার (১৩ জুলাই) চলনবিলের ডাহিয়া এলাকায় মাছ ধরার ফাঁদে কাছিমটি পান স্থানীয় মৎস্যজীবী সুজা ও সামাউল ইসলাম। পরে গোপনে ২০ হাজার টাকায় এটি কিনে নেন স্থানীয় সেলুন ব্যবসায়ী শ্রী সুবেন। বিষয়টি জানাজানি হলে কাছিমটি ফেরত দেন ওই ক্রেতা। খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে এটি উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, কাছিমটি রাজশাহী বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বিভাগীয় কর্মকর্তার কাছে হস্তান্তর করা হবে।

এ বিষয়ে রাজশাহী বিভাগীয় বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির জানান, ইতোমধ্যে গঙ্গা কাছিমটি নিয়ে আসার জন্য প্রতিনিধি পাঠানো হয়েছে। এই প্রজাতির কাছিম জলজ পরিবেশে ৪০০ বছর পর্যন্ত টিকে থাকতে পারে।  খাদ্যাভাসের প্রয়োজনে এরা জলজ পরিবেশকে দুষণমুক্ত রাখে।