ছুটিতে বাড়ি এসে সড়কে প্রাণ গেলো পুলিশ সদস্যের

রাজশাহীর মোহনপুর উপজেলায় বাসচাপায় জুয়েল হোসেন (৩১) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী সুলতানা রুমা (২৬)। 

শনিবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলার সাঁকোয়া গ্রামের রাজশাহী-নওগাঁ মহাসড়কের টার্নিং পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে।

জুয়েল নওগাঁর মান্দা উপজেলার ৯ নম্বর তেঁতুলিয়া ইউনিয়নের কুরকুটি গ্রামের মহিদুর রহমানের ছেলে। তিনি বগুড়ার আদমদিঘি থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাত দিনের ছুটিতে বাড়িতে ছিলেন জুয়েল। আজ সাড়ে ১১টার দিকে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে নওগাঁ থেকে রাজশাহী আসছিলেন। মোহনপুরের সাঁকোয়া গ্রামের রাজশাহী-নওগাঁ মহাসড়কের টার্নিং পয়েন্টে পৌঁছালে নওগাঁগামী শিশির স্পেশাল পরিবহনের বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জুয়েল মারা যান। মোটরসাইকেলের পেছনে বসা তার স্ত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মোহনপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ড করা হয়।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জুয়েলের পরিবারের সিদ্ধান্তে থানায় মামলা হয়েছে। বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। তাকে গ্রেফতারে চেষ্টা চলছে।