‘বিএনপি আমলে দেশ ভালো ছিল, আ.লীগ পিছিয়ে দিয়েছে’

বিএনপির কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘বাংলাদেশের অবস্থা খারাপের দিকে যাবে। বিএনপি শাসনামলে দেশ অনেক ভালো ছিল। আওয়ামী লীগ সরকার সেই অবস্থা থেকে দেশকে অনেক পিছিয়ে দিয়েছে।’

শনিবার (২৩ জুলাই) দুপুরে নাটোরের বড়াইগ্রাম পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

দুলু বলেন, ‘বিএনপি শাসনামলে দেশে বিদ্যুতের ইউনিটের সর্বোচ্চ দাম ছিল তিন টাকা। বর্তমানে বিদ্যুতের প্রতি ইউনিটের দাম দাম ১২ থেকে ১৭ টাকা। কুইক রেন্টালের নামে সরকার মানুষকে কুইক আলো দিলেও সে কুইক আলো এখন জ্বালাতে পারছে না। কেননা, সরকারের এখন বিদ্যুৎ, ডিজেল, পেট্রোল কেনার টাকা নেই। এ অবস্থায় আগামী এক মাসের বাংলাদেশের অবস্থা খারাপের দিকে যাবে।’

শহরের আলাইপুর এলাকায় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে বড়াইগ্রাম পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। পৌর বিএনপির আহ্বায়ক এ কে এম শরিফুল হক মুক্তার সভাপতিত্বে এবং সদস্য সচিব ইসহাক আলীর সঞ্চালনায় ওই সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ।