মেধাবী জয়ের জন্ম হয়েছিল বলেই বাংলাদেশ ডিজিটাল হয়েছে: পলক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের পড়াশোনায় বিভিন্ন সময় প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমিন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সজীব ওয়াজেদ জয়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আজকের দিনে অত্যন্ত মেধাবী জয়ের জন্ম হয়েছিল বলেই বাংলাদেশ ডিজিটাল হয়েছে। শিশু বয়সে ঢাকার স্কুলে পড়াশোনাকালে জয় ও পুতুল পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেতেন। কিন্তু এতে বাধা সৃষ্টি করে তৎকালীন সরকার। জয় যাতে ক্লাসে সর্বোচ্চ নম্বর না পান, সেজন্য ওই সময়ের সরকার স্কুলের শিক্ষকদের নির্দেশনা দিয়েছিল। বাধ্য হয়ে শিশু জয় ও পুতুলকে ভারতে ভর্তি করেন বর্তমান প্রধানমন্ত্রী।

বুধবার (২৭ জুলাই) দুপুরে নাটোরের লালপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী তার বক্তব্যে বিএনপিকে কটাক্ষ করে বলেন, আজ তারেক জিয়ার চেয়ে মেধাবী হিসেবে পরিচিতি পেয়েছেন সজীব ওয়াজেদ জয়। তিনি যোগ্য হয়ে গড়ে উঠে অবৈতনিকভাবে বাংলাদেশকে ডিজিটাল করতে নিরলস কাজ করে চলেছেন। তার বদৌলতে করোনার সময়েও শিশুরা অনলাইনে পড়াশোনা চালাতে পেরেছে। ভার্চুয়ালি চলেছে অফিস-আদালত। দেশের তরুণ প্রজন্ম আর শ্রমজীবী হিসেবে নিজেকে গড়তে চায় না। তারা কম্পিউটার-ইন্টারনেট ব্যবহার করে ঘরে বসে আয় করতে শিখেছে। আগামীতে তৃণমূল পর্যায়ে তরুণদের দক্ষ করতে নতুন নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে এমন দাবিও করেন পলক।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেনের সভাপতিত্বে কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য খায়রুজ্জামান লিটন। এছাড়া দলের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, নাটোর-নওগাঁ আসনের এমপি রত্না আহমেদ, জেলার সভাপতি আব্দুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান উপস্থিত ছিলেন।