কৃষক হত্যায় একই পরিবারের ৯ জনের যাবজ্জীবন

বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে কৃষক আবদুল জোব্বার প্রামানিককে হত্যার দায়ে বাবা, ছেলে, ভাই ও ভাতিজাসহ একই পরিবারের ৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। 

বুধবার (৩ আগস্ট) দুপুরে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক হাবিবা মন্ডল এ রায় ঘোষণা করেন। অভিযোগ প্রমাণ না হওয়ায় ছয় জনকে খালাস দেওয়া হয়েছে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) নাসিমুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলো—বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়নের চালিতাবাড়ি নাগরকান্দিপাড়া গ্রামের এহসান আলী মোল্লার ছেলে ইসমাইল হোসেন ইউনুস মোল্লা, তার তিন ছেলে জাকের মোল্লা, মাসুদ মোল্লা ও মানিক মোল্লা, দুই সহোদর গণি মোল্লা ও আবদুল খালেক মোল্লা, গণি মোল্লার ছেলে গফুর মোল্লা, চাচাতো ভাই মছির উদ্দিন মোল্লার ছেলে সুলতান মোল্লা এবং চাচাতো ভাই ইব্রাহিম মোল্লার ছেলে ইনতেজ মোল্লা। তাদের মধ্যে মানিক ও গফুর জামিন নিয়ে পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, নাগরকান্দিপাড়া গ্রামে এক বিঘা জমির মালিকানা নিয়ে মৃত ছমির উদ্দিন প্রামানিকের ছেলে আবদুল জোব্বার প্রামানিকের সঙ্গে প্রতিবেশী আসামিদের সঙ্গে বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ণ ওই জমি মাপতে ২০০৮ সালের ২০ জুন বিকালে আমিন ডাকা হয়। এক পর্যায়ে আমিনের উপস্থিতিতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তখন ইসমাইল হোসেন ইউনুস ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ আবদুল জোব্বার প্রামানিকের বুকে ছুরিকাঘাত করলে তিনি মারা যান। 

এ ঘটনায় নিহতের ভাই সাজু প্রামানিক সদর থানায় ১৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। আসামিরা গ্রেফতারের পর আদালত থেকে জামিন নেন। জামিনে থাকাকালে আসামি মানিক ও গফুর আত্মগোপনে চলে যান। মামলা চলাকালে এক নারী আসামি মারা যান। তদন্ত কর্মকর্তা এসআই শরিফুল আলম ২০০৮ সালের ৩০ নভেম্বর আদালতে ১৫ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। আজ আদালত ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

আদালতের এপিপি নাসিমুল করিম হলি জানান, গ্রেফতারের পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক মানিক ও গফুরের সাজা কার্যকর হবে। আসামি পক্ষের অ্যাডভোকেট রেজাউল করিম মন্টু, আনোয়ার হোসেন-২ ও সেকেন্দার আলী মামলা পরিচালনা করেন। 

মামলার বাদী সাজু প্রামানিক জানান, তিনি এ রায়ে সন্তুষ্ট। সাজা কার্যকর হলেই তারা খুশি হবেন।