রামেকের করোনা ইউনিটে ৩ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে তিন জনের মৃত্যু হয়েছে। বুধবার (৩ আগস্ট) সকাল ৯টা থেকে বৃহস্পতিবার (৪ আগস্ট) সকাল ৯টার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

এর মধ্যে দুই নারী করোনা সংক্রমণে মারা গেছেন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন এক পুরুষ রোগী।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নশ্চিত করেন। তিনি বলেন, করোনায় দুই জন এবং উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে তাদের মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।

পরিচালক আরও জানান, ২৪ শয্যার রামেক করোনা ইউনিটে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ভর্তি ছিলেন ১১ জন রোগী। এদের মধ্যে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ছয় জন। আর উপসর্গ নিয়ে ভর্তি আছেন চার জন। ভর্তি অন্য একজন করোনা নেগেটিভ।