নিজের মোটরসাইকেল জ্বালিয়ে দিলেন যুবক

রাজশাহীতে নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছেন এক যুবক। সোমবার (৮ আগস্ট) দুপুরে নগরীর কোর্ট অক্ট্রয় মোড় এলাকায় ঘটনাটি ঘটেছে। ওই ব্যক্তির নাম আশিক আলী। তিনি শহরের কাঁঠালবাড়িয়া এলাকার বাসিন্দা।

স্থানীয় ও উপস্থিত পুলিশ সদস্যদের দেওয়া তথ্যমতে, রাজশাহীর কোর্ট সংলগ্ন অক্ট্রয় মোড়ে কর্তব্যরত ছিলেন ট্রাফিক সার্জেন্ট কাইয়ুম। দুপুর আনুমানিক ১টার পর মোটরসাইকেল চালিয়ে ওই মোড় দিয়ে যাচ্ছিলেন আশিক আলী। এ সময় তার মোটরসাইকেল আটকে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে বলেন। কাগজপত্র সঙ্গে না থাকায় সার্জেন্টের কাছে কিছু সময় চান তিনি।

আশিক সার্জেন্টের কাছে দাবি করেন, ‘মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজ বাড়ি থেকে এনে দেখাবেন তাকে। তবে সার্জেন্ট তার সেই অনুরোধ না শুনে মোটরসাইকেলটি জব্দ করেন।’

এরপর ওই সার্জেন্ট রাস্তায় অন্য মোটরসাইকেলের কাগজপত্র চেক করতে গেলে আশিক তার মোটরসাইকেলের কাছে গিয়ে আগুন ধরিয়ে দেন। এই ঘটনার পর ওই ব্যক্তিকে আটক করে ট্রাফিক অফিসে নিয়ে যাওয়া হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের ডিসি অনির্বাণ চাকমা জানান, আশিক আলীর বিরুদ্ধে রাজশাহীর একটি আদালতে ২০ লাখ টাকার একটি মামলা চলমান। সোমবার দুপুরে মামলায় হাজিরা দিয়ে তিনি ফিরছিলেন। এ সময় সার্জেন্ট নিয়ম অনুসারে তার গাড়ির কাগজ দেখতে চান।‌ তবে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় তার মোটরসাইকেলটি জব্দ করা হয়। এ সময় আশিক আলী সময় বুঝে তার ওই মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেয়।