অর্থ আত্মসাৎ মামলায় কৃষি অফিসের নৈশপ্রহরী কারাগারে 

বগুড়ায় অর্থ আত্মসাৎ মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত ধুনট উপজেলা কৃষি অফিসের নৈশপ্রহরী লুৎফর রহমানকে (২৮) গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে। 

রবিবার (১৪ আগস্ট) আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়। এর আগে ধুনট থানা পুলিশ শনিবার রাতে তাকে সিরাজগঞ্জের বাড়ি থেকে গ্রেফতার করে। লুৎফর রহমান পার্শ্ববর্তী সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার কাচিহারা গ্রামের কেরামত আলীর ছেলে। 

পুলিশ ও এজাহার সূত্র জানায়, প্রায় পাঁচ বছর আগে বগুড়ার শেরপুর উপজেলার এক ব্যবসায়ীর কাছে টাকা ধার নেন লুৎফর। পরে টাকা ফেরত চাইলে তিনি তালবাহানা শুরু করেন। টাকা না পেয়ে ওই ব্যবসায়ী গত ২০১৯ সালে লুৎফরের বিরুদ্ধে বগুড়ার আদালতে মামলা করেন। গত ২৮ জুলাই আদালত ওই মামলায় তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ লাখ ১০ হাজার টাকা বাদীকে পরিশোধের নির্দেশ দেন। রায় ঘোষণার পর থেকে লুৎফর পলাতক ছিলেন। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, শনিবার রাতে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার কাচিহারা গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রবিবার দুপুরে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।

ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান জানান, নৈশপ্রহরী লুৎফর রহমানের সাজা ও গ্রেফতারের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। এছাড়া বিধি মোতাবেক তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও হবে।