বাইক ছিনতাইয়ের জন্য ‘প্রেম’ 

বগুড়ার শিবগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে এক কিশোরের মোটরসাইকেল ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগে বৃষ্টি আকতার (২০) নামে এক তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৪ আগস্ট) তাকে বগুড়া সদরের তেলধাপ গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ সময় ও ছিনতাই হওয়া মোটরসাইকেল এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৫ আগস্ট) রাতে শিবগঞ্জের আমলি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবাববন্দি দিয়েছেন গ্রেফতার বৃষ্টি। মঙ্গলবার (১৬ আগস্ট) শিবগঞ্জ থানার ওসি দীপক কুমার দাস এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বগুড়া সদরের দাড়িয়াল গ্রামের এক ব্যক্তি সম্প্রতি লটারিতে একটি মোটরসাইকেল পান। তিনি ও তার ছেলে (১৬) সেটি ব্যবহার করছেন। তবে পাশের নুনগোলা ইউনিয়নের তেলধাপ গ্রামের সিরাজুল ইসলাম সেতু ওই মোটরসাইকেল ছিনতাইয়ের পরিকল্পনা করে। এ জন্য সে ওই কিশোরের ফোন নম্বর সংগ্রহ করে প্রেমের সম্পর্ক গড়ে তুলতে স্ত্রী বৃষ্টি আকতারকে দেয়। 

স্বামীর পরামর্শে বৃষ্টি মোবাইল ফোনের মাধ্যমে কিশোরের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরে গত ৯ আগস্ট ওই কিশোর বন্ধুকে নিয়ে বৃষ্টির সঙ্গে দেখা করতে যায়। এ সময় পরিকল্পনার অনুযায়ী তাকে চেতনানাশক মেশানো কোমলপানীয় খাওয়ায় বৃষ্টি। এতে সে অসুস্থ হয়ে পড়ে। পরে সেতু ঘটনাস্থলে উপস্থিত হয়ে অসুস্থ কিশোর ও তার বন্ধুকে মারধর করে মোটরসাইকেল ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী কিশোরের মা গত রোববার ১৪ আগস্ট শিবগঞ্জ থানায় সেতু, তার স্ত্রী বৃষ্টি ও অজ্ঞাত সহযোগীর বিরুদ্ধে মামলা করেন।

শিবগঞ্জ থানার ওসি দীপক কুমার দাস বলেন, তথ্য প্রযুক্তির সহযোগিতায় বৃষ্টি আকতারের অবস্থান নিশ্চিত হওয়ার পর বগুড়া সদরের নুনগোলা ইউনিয়নের তেলধাপ গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার স্বামী সেতু পালিয়ে যায়। পরে বৃষ্টির থেকে ওই কিশোরের মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়া তার দেওয়া তথ্যের ভিত্তিতে দিনাজপুরের বিরামপুর উপজেলার একটি গ্রাম থেকে মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়।