ক্রেনের ভেতরেই মারা গেলেন চালক, হেলপারের অবস্থা আশঙ্কাজনক

বগুড়ার আদমদীঘিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজিম উদ্দিন (৩৫) নামে এক ক্রেন চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার রেল স্টেশন সংলগ্ন এলাকায় বৈদ্যুতিক খুঁটি স্থাপনের সময় এই দুর্ঘটনা ঘটে। তার হেলপার হারুনুর রশিদ গুরুতর আহত হয়েছেন। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঠিকাদারের লোকজন নেসকোর আওতায় আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় সিমেন্টের বৈদ্যুতিক খুঁটি বসানোর কাজ করছেন। শুক্রবার সন্ধ্যার দিকে আদমদীঘি রেল স্টেশন সংলগ্ন এলাকায় ক্রেনের মাধ্যমে বৈদ্যুতিক খুঁটি স্থাপনের কাজ চলছিল। এ সময় অসাবধানতাবশত পাশ দিয়ে টানা ৩৩ হাজার কেভি বিদ্যুতের তারের সংস্পর্শে এলে ক্রেনটি বিদ্যুতায়িত হয়।

এতে ক্রেনে থাকা চালক বক্সবাজারের কুতুবদিয়া উপজেলার নেমশিকালি গ্রামের তাজু মিয়ার ছেলে নাজিম উদ্দিন ও হেলপার হারুনার রশিদ গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নাজিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত হেলপার হারুনুর রশিদকে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। কোনও অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।