ঘরে গৃহবধূর লাশ, স্বামী-শাশুড়ি পলাতক

রাজশাহীর পবা উপজেলায় সোনিয়া খাতুন (২২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলার ভবানীপুর পূর্বপাড়া এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। 

সোনিয়া ওই এলাকার মুঞ্জিলের ছেলে মো. নাসিরের স্ত্রী। তিনি পবা উপজেলার কইরা গ্রামের মো. হানিফের মেয়ে। ঘটনার পর থেকে তার স্বামী ও শাশুড়ি পলাতক।

সোনিয়ার স্বজনদের অভিযোগ, দীর্ঘদিন ধরে যৌতুকের জন্য তাকে নির্যাতন করে আসছিলেন নাসির। নাজমিন নামে তাদের চার বছরের একটি সন্তান রয়েছে। আজ সকাল ৯টার দিকে তার সামনে স্বামী-স্ত্রীর ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে সোনিয়াকে মারধর করে গলাটিপে হত্যা করেন। পরে বাড়ি থেকে নাসির ও তার মা-সহ অন্য সদস্যরা পালিয়ে যান। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ এসে তাদের মেয়ে নাজমিনের কাছে ঘটনার বিস্তারিত শোনেন। এ ঘটনায় হত্যা মামলা করা হবে বলে জানিয়েছেন সোনিয়ার স্বজনরা।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, খাটের ওপর থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন স্বজনরা। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।