X
বুধবার, ১৮ জুন ২০২৫
৪ আষাঢ় ১৪৩২

ইজিবাইক চালককে হত্যার দায়ে ২ জনের মৃত্যুদণ্ড

নড়াইল প্রতিনিধি
১৯ মে ২০২৫, ১৬:৩৯আপডেট : ১৯ মে ২০২৫, ২০:১৪

নড়াইল সদর উপজেলার ইজিবাইক চালক আবু রোহান মোল্লাকে হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড এবং প্রত্যেককে বিশ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন বিচারক। সোমবার বেলা ১২টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শারমিন নিগার এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন– নড়াইল সদর উপজেলার হবখালি ইউনিয়নের কোমখালী গ্রামের মুনজুর শেখের ছেলে শাহিন শেখ (২৩) এবং একই গ্রামের আজিবার খাঁর ছেলে রমজান খাঁ (২৮)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে অনুপস্থিত ছিলেন।

নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এসএম আব্দুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৪ নভেম্বর বিকাল ৪টার দিকে নড়াইল সদর উপজেলার ডাঙ্গা সিঙ্গিয়া গ্রামের চান মিয়া মোল্লার ছেলে ইজিবাইক চালক আবু রোহান মোল্লা (২০) ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুই জন যাত্রী নিয়ে সিঙ্গিয়া বাজার থেকে মাইজপাড়ার দিকে যান। রাতে আবু রোহান বাড়িতে ফিরে না আসায় পরের দিন (২৫ নভেম্বর) সকালে সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা। ওই দিন সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়ে পুলিশ মাইজপাড়া-গাবতলা সড়কের বামনহাট এলাকায় পাকা রাস্তার পাশে জমিতে রোহানের মরদেহ উদ্ধার করে।

পুলিশ তদন্ত শেষে এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিন জনের নামে চার্জশিট আদালতে দাখিল করে। এ মামলায় ১৪ জনের সাক্ষ্য-প্রমাণ শেষে আসামি শাহিন শেখ ও রমজান খাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দুই জনকে মৃত্যুদণ্ড দেন বিচারক। এ মামলার অপর আসামি মাসুদ রানার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়।

/এমএএ/
সম্পর্কিত
ড্রেনে পড়ে ছিল হাত-পা বাঁধা তরুণের বস্তাবন্দি লাশ
বেনাপোলে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার, ৩ দিনেও মৃত্যুর রহস্য উদঘাটন হয়নি
চুলার ধোঁয়া ঘরে ঢোকায় ঝগড়া, একজন নিহত
সর্বশেষ খবর
অবসর ভাতা নিয়ে হয়রানি, হিসাবরক্ষণ কর্মকর্তার সঙ্গে জামায়াতকর্মীদের বাগবিতণ্ডা
অবসর ভাতা নিয়ে হয়রানি, হিসাবরক্ষণ কর্মকর্তার সঙ্গে জামায়াতকর্মীদের বাগবিতণ্ডা
‘অঞ্জলি লহ মোর’ ভাস্কর্য ভাঙ্গা নিয়ে সমালোচনার ঝড়
‘অঞ্জলি লহ মোর’ ভাস্কর্য ভাঙ্গা নিয়ে সমালোচনার ঝড়
‘এশা মার্ডার: কর্মফল’, নারীদের সাহস জাগানো এক পুলিশি ছবি
সিনেমা সমালোচনা‘এশা মার্ডার: কর্মফল’, নারীদের সাহস জাগানো এক পুলিশি ছবি
‘ঠিকমত কথা বলতে পারেন না মোশাররফ হোসেন’
‘ঠিকমত কথা বলতে পারেন না মোশাররফ হোসেন’
সর্বাধিক পঠিত
ইসরায়েলি হামলার পর তেহরানের হাসপাতালে ‘রক্তস্নান’
ইসরায়েলি হামলার পর তেহরানের হাসপাতালে ‘রক্তস্নান’
সিরিয়ার আকাশ দিয়ে ইরানে বোমা ফেলছে ইসরায়েল: নীরব সরকার, বাড়ছে ক্ষোভ
সিরিয়ার আকাশ দিয়ে ইরানে বোমা ফেলছে ইসরায়েল: নীরব সরকার, বাড়ছে ক্ষোভ
‘যুক্তরাজ্যে পাচারকৃত অর্থ উদ্ধারে বড় ধরনের অগ্রগতি’
‘যুক্তরাজ্যে পাচারকৃত অর্থ উদ্ধারে বড় ধরনের অগ্রগতি’
ডিসি ফিট লিস্টের জন্য ডাক পেলেন ৪০ কর্মকর্তা
ডিসি ফিট লিস্টের জন্য ডাক পেলেন ৪০ কর্মকর্তা
জামায়াতের অনুপস্থিতির বিষয়ে যা বললেন প্রেস সচিব
ঐকমত্য কমিশনের বৈঠকজামায়াতের অনুপস্থিতির বিষয়ে যা বললেন প্রেস সচিব