ভূগোলে পড়ে উত্তেজক ট্যাবলেটের মাননিয়ন্ত্রণ করতেন সারোয়ার

রাজশাহী নগরীর আবাসিক এলাকায় অনুমোদনহীন উত্তেজক ট্যাবলেট তৈরির দায়ে একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (২ সেপ্টেম্বর) দুপুরে নগরীর হড়গ্রাম পূর্বপাড়া এলাকায় অবস্থিত ‘বায়োহার্বস আয়ুর্বেদিক’ নামক কোম্পানিতে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর রাজশাহী বিভাগীয় ও জেলা কার্যালয়ের সদস্যরা। এ সময় বিপুল পরিমাণ অনুমোদনহীন ওষুধ ধ্বংস করা হয়।

বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফ বলেন, প্রতিষ্ঠানটি আবাসিক এলাকায় অনুমোদনহীন ওষুধ তৈরি করে আসছিল। কারখানার মালিক সাইদ বিশ্বাস ওষুধ কোম্পানির প্রতিনিধি ছিলেন। তার কারখানায় ‍ওষুধের মাননিয়ন্ত্রণের দায়িত্ব ছিলেন একজন ভূগোলে অধ্যয়নরত ছাত্র। এছাড়া কারখানার পরিবেশও খারাপ ছিল। আর ওষুধ উৎপাদনের বৈধ কোনও কাগজ তারা দেখাতে পারেনি। এসব কারণে জরিমানাসহ ৬ মাসের জন্য প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। এ সময় বিপুল পরিমাণ অনুমোদনহীন ওষুধ ধ্বংস করা হয়েছে বলে জানান তিনি। 

জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর রাজশাহী বিভাগীয় অফিসের সহকারী পরিচালক হাসান আল মারুফ।