নির্বাচনে আ.লীগ প্রার্থীর পক্ষে কাজ করায় বিএনপি নেতাকে শোকজ

বগুড়ার সারিয়াকান্দি উপজেলা বিএনপির সদস্য ও কাজলা ইউনিয়নের চেয়ারম্যান এস এম রফিকুল ইসলামের বিরুদ্ধে জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগ উঠেছে। এই অভিযোগে তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

শনিবার (১৬ অক্টোবর) জেলা বিএনপির আহ্বায়ক রেজাউল করিম বাদশা ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম তাকে শোকজ নোটিশ পাঠান।

নোটিশে উল্লেখ করা হয়েছে, রফিকুল ইসলাম বিএনপির সদস্য হওয়ার পরও বগুড়া জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল খালেক দুলু ও সংরক্ষিত মহিলা আসনে একই দলের সদস্য প্রার্থী রুনুফা খাতুনের পক্ষে কাজ করছেন। বিএনপির দলীয় রীতিনীতি ও শৃঙ্খলাভঙ্গের দায়ে কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না মর্মে কারণ দর্শাতে বলা হয়েছে তাকে।

এ প্রসঙ্গে রফিকুল ইসলাম জানান, তিনি ইউপি চেয়ারম্যান হিসেবে সারিয়াকান্দি উপজেলা পরিষদের একজন সদস্য। উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম মন্টু সম্প্রতি ফুলবাড়ি ইউনিয়নে সভা ডেকেছিলেন। সেখানে তিনি ছাড়াও ১২ ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যরা উপস্থিত ছিলেন। সেটা জেলা পরিষদের নির্বাচনি সভা হলেও সেখানে পরিষদের একজন সদস্য হিসেবে উপস্থিত ছিলেন। সেখানে জিয়ার সৈনিক হিসেবে বক্তব্য রেখেছেন।

তিনি আরও জানান, ১৭ অক্টোবর জেলা পরিষদের নির্বাচনে ভোট বর্জন করবেন। তাই তিনি কোনও অপরাধ করেননি বলে মনে করেন। জেলা বিএনপি নেতৃবৃন্দকে শোকজের জবাব দেওয়া হবে।