তিন হাজার কেজি গুড় জব্দ, জরিমানা ৩ লাখ

নাটোরের লালপুর উপজেলার বালিতিতা ইসলামপুর বাজারে অভিযান চালিয়ে তিন হাজার কেজি ভেজাল গুড় জব্দ করেছে জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদফতর। এ সময় খাদ্যপণ্যে নিষিদ্ধদ্রব্য মিশ্রণ এবং অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের অপরাধে ওই ব্যবসায়ীকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে সোমবার (১৭ অক্টোবর) সকালে ওই কার্যালয়ের সহকারী প‌রিচালক মো. মেহেদী হাসান তানভীর অ‌ভিযান প‌রিচালনা ও জরিমানা করেন।

মেহেদী হাসান তানভীর বলেন, সকাল থেকে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বালিতিতা ইসলামপুর বাজারের সাগর গুড় ভাণ্ডারকে খাদ্যপণ্যে নিষিদ্ধদ্রব্য মিশ্রণের অপরাধে দুই লাখ টাকা এবং অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের অপরাধে এক লাখ টাকা জরিমানা করা হয়।

এসময় তিন হাজার কেজি ভেজাল গুড়, ৬৫ কেজি হাইড্রোসালফেট, ১০ কেজি ডালডা, ২০ কেজি ফিটকিরি, ২৮০ কেজি চিটাগুড়, দুই কেজি কাপড়ে দেওয়ার রঙ, পাঁচ কেজি চুন জব্দ শেষে ধ্বংস করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওই কর্মকর্তা।