রাতের আঁধারে টুকরো টুকরো হলো কৃষকের স্বপ্ন

নাটোরের বাগাতিপাড়া উপজেলার সোনাপুর-দীঘাপাড়া এলাকার সবের আলীর ছেলে কৃষক সাদ্দাম হোসেন। তিনি ২০ শতাংশ জমি লিজ নিয়ে প্রায় ৪০ হাজার টাকা খরচে ফুলকপির চাষ করেন। দিন রাতের পরিশ্রমে ফসল তোলার সময় আসে। গত দুই দিনে তিনি ৮০ টাকা দরে ২০ কেজি ফুলকপি বিক্রিও করেছেন। 

তবে রবিবার দিবাগত রাতে (৩১ অক্টোবর)কে বা কারা জমির সব ফুলকপি কেটে নষ্ট করে দিয়েছে। এতে তার প্রায় ২ লাখ ২৪ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন সাদ্দাম। 

তিনি আরও বলেন, রবিবার সন্ধ্যা পর্যন্ত ওই জমিতে কাজ করেছি। কিন্তু সোমবার সকালে আমার এক ভাগ্নে প্রাইভেট পড়ে ফেরার পথে ফুলকপির জমির দৃশ্য দেখে এসে আমাকে জানায়। পরে জমিতে গিয়ে অবস্থা দেখে আমি হতাশ।

অপর এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, কোনও শত্রু আছে এমন জানা নেই। অথচ আমার যে ক্ষতি করেছে তা মেনে নিতে পারছি না। 

তিনি আরও জানান, ফুলকপির জমি ছাড়াও আরও ৭-৮ বিঘা জমি লিজ নিয়ে সবজির চাষ করেছেন। এমন অবস্থায় অন্যান্য জমির সবজি নিয়ে তিনি চিন্তায় পড়েছেন। 

বাগাতিপাড়া থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে কোনও অভিযোগ আসেনি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।