ছাত্রলীগ নেতা হত্যা: উপজেলা চেয়ারম্যান আসাদ কারাগারে

নাটোরের নলডাঙ্গা উপজেলা ছাত্রলীগ নেতা জীবন হত্যা মামলার প্রধান আসামি উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ও তার ভাই ফয়সাল শাহ ফটিককে পৃথক মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। একইসঙ্গে ওই চেয়ারম্যানের মায়ের দায়ের করা মামলায় প্রতিপক্ষ শাহিন শাহকেও কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (৩১ অক্টোবর) দুপুরে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান। এসব তথ্য নিশ্চিত করেছেন নাটোর জজকোর্টের পিপি সিরাজুল ইসলাম।

নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও নিহত জীবনের চাচা এসএম ফিরোজ বলেন, ‘জীবন হত্যার পর আদালত উপজেলা চেয়ারম্যান আসাদ ও তার ভাই ফটিককে ছয় সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন। এই সময়ের মধ্যে তাদের গ্রেফতার না করতেও পুলিশকে বলা হয়। এরই মধ্যে উপজেলা চেয়ারম্যান তার কার্যালয়ে যাতায়াত শুরু করলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এ নিয়ে গত ২৩ অক্টোবর উভয়পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। তখন আসাদের মা ফিরোজা বেগম বাদী হয়ে আমাদের পক্ষের ৫৯ জনের বিরুদ্ধে মামলা করেন। অপরদিকে আমাদের পক্ষে আমার ভাই ফখরুদ্দীন ফুটু বাদী হয়ে আসাদ ও তার ভাইসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা করেন। সোমবার জামিন নিতে গেলে আমাদের পক্ষের ৫৮ জনের মধ্যে ৫৭ জনের জামিন মঞ্জুর করে শাহিন শাহকে কারাগারে পাঠান আদালত। অপরপক্ষে ১২ জনের জামিন মঞ্জুর করে আসাদ ও তার ভাইকে কারাগারে পাঠান আদালত।’