অনৈতিক কাজে বাধা দিয়ে হামলার শিকার শিক্ষিকা ও ছেলে

নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার শান্তিপাড়া মহল্লায় তরুণ-তরুণীদের অনৈতিক কাজে বাধা দিয়ে এক শিক্ষিকা ও তার ছেলে হামলায় আহত হয়েছেন। ওই শিক্ষিকাকে হকস্টিক দিয়ে ও তার ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। ওই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। বুধবার (৯ নভেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান।

ভুক্তভোগীরা হলেন স্থানীয় কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফরিদা ইয়াসমিন ও তার  ছেলে গোপালপুর পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ফয়সাল তৌহিদ তরঙ্গ। 

শিক্ষিকা ফরিদা ইয়াসমিন জানান, বেশ কিছুদিন ধরে তার বাড়ির পাশের গলিতে তরুণ-তরুণীরা সময় কাটায়। মঙ্গলবার মিতুল ও আশিক নামে দুই যুবক দুই তরুণীকে নিয়ে ওই গলির মধ্যে অবস্থান নেয়। এক পর্যায়ে তাদের অনৈতিক আচরণের কারণে ছেলের মাধ্যমে তাদের চলে যাওয়ার কথা বলেন তিনি। এ নিয়ে তার ছেলের সঙ্গে যুবকদের বাদানুবাদ হয়। এক পর্যায়ে ওই যুবকরা তাদের বন্ধুদের ডেকে এনে ছেলের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। রক্তাক্ত জখম হলে ছেলেকে বাঁচাতে তিনি ছুটে গিয়ে জড়িয়ে ধরেন। এ সময় তাকেও হকিস্টিক দিয়ে পিটিয়ে আহত করা হয়।

ওসি মনোয়ারুজ্জামান বলেনম ঘটনায় সাত জনের নাম ও অজ্ঞাত আরও ৫-৬ জনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন ওই শিক্ষক। ইতোমধ্যে অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকে অভিযান চলছে।