পুলিশের পোশাক পরে চার প্রতিষ্ঠানে ডাকাতি, ৪৩ লাখ টাকা লুট

পুলিশের পোশাক পরে সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ি নৌ-বন্দরের উত্তরবঙ্গ ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নসহ চার প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ৪৩ লাখ ৫০ হাজার টাকা নিয়ে গেছে ডাকাতরা।

শনিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাস মৃধা বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, শুক্রবার গভীর রাতে উপজেলার বাঘাবাড়ি নৌ-বন্দরে অবস্থিত উত্তরবঙ্গ ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে স্পিডবোটযোগে ডাকাত দল বাঘাবাড়ি নৌ-বন্দরে নেমে উত্তরবঙ্গ ট্যাংক-লরি কার্যালয়ে ঢুকে। প্রথমে নাইটগার্ড মোতালেব ও মহর চাঁদের হাত-পা ও মুখ বেঁধে একটি ঘরের মধ্যে আটকে রাখে। পরে আশপাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলে। এরপর ডাকাতরা প্রতিষ্ঠানের তালা ভেঙে ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়ন, পরিবহন শ্রমিক সমিতি, নয়নের আলো শ্রমিক সমিতি ও মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নে থাকা ৪৩ লাখ ৫০ হাজার লুট করে নিয়ে যায়।

উত্তরবঙ্গ ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহজাহান সিরাজ বলেন, শুক্রবার বন্ধের দিন পুলিশের পোশাক পরে ডাকাতরা বাঘাবাড়ি নদী দিয়ে স্পিডবোট নিয়ে অস্ত্রসজ্জে সজ্জিত হয়ে ডাকাতি করে পালিয়ে যায়। চার প্রতিষ্ঠানের ৪৩ লাখ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে ডাকাতরা।

ওসি নজরুল ইসলাস মৃধা বলেন, খবর পেয়ে শনিবার সকালে সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমরা তদন্ত করছি। এ ঘটনায় এখনও মামলা হয়নি। মামলা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।