শিশু হত্যার দায়ে ৪ জনের যাবজ্জীবন

জয়পুরহাটে শিশু হত্যার দায়ে চার জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলো-জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার সূর্যবান গ্রামের মৃত মোবারক মন্ডলের ছেলে বাবলু, মৃত ইংরাজ মন্ডলের ছেলে আমিনুল ইসলাম লালু, মৃত আব্দুল কাদেরের ছেলে আব্দুল হামিদ ও ফিদা মিয়ার ছেলে মো. কাজল।

মামলা সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ৩ মে ক্ষেতলাল সূর্যবান গ্রামের নির্মাণ শ্রমিক ওবাইদুর রহমান ও তার স্ত্রী শিরিন আক্তার শিশুপুত্র তানভীর (৮) ও মেয়ে হাবিবাকে বাড়িতে রেখে কাজে বেরিয়ে যান। সন্ধ্যা ৭টার দিকে বাড়ি ফিরে দেখেন, তানভীর বাড়িতে নেই। সাড়ে ৭টার দিকে বাড়ির পাশে আনিছুর রহমানের পুকুরে লাশ ভাসতে দেখেন।

এ ঘটনায় ওবাইদুর রহমান বাদী হয়ে ওই রাতেই ৬ জনের নাম উল্লেখ করে ক্ষেতলাল থানায় হত্যা মামলা করেন। ২০০৮ সালের মামলার আসামি মঈনুল ইসলাম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই সিদ্দিকুর রহমান ২০০৮ সালের ১২ আগস্ট আদালতে শিশুসহ ৬ জনের নামে অভিযোগপত্র দাখিল করেন। দুই আসামি শিশু হওয়ায় মামলা থেকে আগেই তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। ৯ জনের সাক্ষ্য শেষে আজ রায় ঘোষণা করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ বিচারক নুরুল ইসলাম।

আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আবু ইউসুফ খলিলুর রহমান ও অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান।