জীববৈচিত্র্য রক্ষায় উচ্ছেদ হলো অবৈধ সীসা কারখানা

কোনও অনুমোদন ছাড়াই নাটোরের সিংড়া উপজেলার সাতপুকুরিয়া-ডাহিয়ার ডোবাব্রিজ এলাকায় স্থাপন করা হয় সীসা কারখানা। সেখানে ব্যাটারি তৈরি উপকরণের জন্য সীসা গলানো হচ্ছিল। পরিবেশ অধিদফতর ওই এলাকা পরিদর্শন করে জানায়, কারখানার কারণে  হুমকির মুখে পড়েছে ওই এলাকার জীববৈচিত্র্য ।  বিষয়টি জানার পর সেখানে অভিযান চালায় উপজেলা প্রশাসন। ওই কারখানা মালিককে জরিমানা শেষে কারখানাটি উচ্ছেদ করা হয়।

সোমবার বিকালে ওই অভিযান পরিচালনা করেন সিংড়া উপজেলা এসিল্যান্ড আল ইমরান। তিনি জানান, ভ্রাম্যমাণ আদালতে কারখানার মালিক  আশিককে (২৭)বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ (সংশোধন) আইন ২০১০ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এরপর ওই কারখানাকে সম্পূর্ণ উচ্ছেদ করা হয়েছে।