হাত-পা বেঁধে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা

বগুড়ার আদমদীঘিতে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পরিবহন ব্যবসায়ী গোলাম মোস্তফাকে (৫০) কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) গভীর রাতে উপজেলার পূর্ব ঢাকা রোডের বকুলতলায় এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে এই হামলার ঘটনা ঘটে। দুর্বৃত্তরা তার হাত-পা বেঁধে মোটরসাইকেল, মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়ার পর মৃত ভেবে ফেলে গেছে।

তাকে প্রথমে আদমদীঘি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে শুক্রবার তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পুলিশ ও স্বজনরা জানান, আহত গোলাম মোস্তফা আদমদীঘির শিবপুর গ্রামের মজিবর রহমানের ছেলে। তিনি আদমদীঘি সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার ট্রাক মেরামতের জন্য বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সান্তাহার বাইপাসে গ্যারেজে যান। কাজ শেষ না হওয়ায় রাত সাড়ে ৩টার দিকে মোটরসাইকেলে শিবপুরের বাড়ি ফিরছিলেন।

পূর্ব ঢাকা রোড রেলগেটের পশ্চিমে পৌঁছালে বিভিন্ন দেশীয় অস্ত্রে সজ্জিত ৬/৭ জনের একদল মুখোশধারী তার পথরোধ করে। ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পর হাত-পা বেঁধে তার মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ ১১ হাজার টাকা নিয়ে যায়। টের পেয়ে টহল পুলিশ তাকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

তার ভাই গোলাম মর্তুজা জানান, গত ২৯ আগস্ট রাতে ছাতিয়ানগ্রাম সড়কে দুর্বৃত্তরা তার ছেলে ওয়েল্ডিং মিস্ত্রি মাহবুব আলমকে একই কায়দায় পথরোধ করে কুপিয়ে হত্যা করে। এ সংক্রান্ত মামলাটি গোলাম মোস্তফা তদারকি করেন। এ কারণেই তার ভাইকে হত্যাচেষ্টা করা হয়েছে।

আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা জানান, হামলার ঘটনায় শুক্রবার বিকাল পর্যন্ত মামলা হয়নি। এটা ছিনতাইকারীদের কাজ হতে পারে। মামলা দিলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।