ফুটপাতে বসে কালাই রুটি খেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাজশাহীর বাঘায় ফুটপাতে বসে কালাই রুটি খেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। শনিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা বাজারে মান্নান-নেহেরা দম্পতির দোকানে বসে তিনি কালাই রুটি খান। শাহরিয়ার আলম রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, বাউসা ইউনিয়নের দিঘা বাজারের স্থানীয় বাসিন্দা মান্নান-নেহেরা দম্পতি দীর্ঘদিন ধরে ফুটপাতে বসে কালাই রুটি বিক্রি করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাউসায় একটি রাজনৈতিক অনুষ্ঠান থেকে ফেরার পথে দিঘা বাজারে ফুটপাতে কালাই রুটির দোকান দেখতে পেয়ে দোকানির পরিবারের খোঁজখবর নেন। পরে সেখানে বসে রুটি খান।

মান্নান-নেহেরা দম্পতির দুই ছেলে। বড় ছেলে ভ্যান চালান। ছোট ছেলে দিঘা কলেজে পড়েন। ফুটপাতে কালাই রুটি বিক্রি করে চলে তাদের সংসার।

এ বিষয়ে মান্নান-নেহেরা দম্পতি জানান, কখনও ভাবেননি পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাদের দোকানে বসে রুটি খাবেন। বিষয়টি খুব ভালো লেগেছে তাদের।

এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর রাজনৈতিক এপিএস সিরাজুল ইসলাম বলেন, ‘পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাউসায় একটি রাজনৈতিক অনুষ্ঠান থেকে ফেরার পথে দিঘা বাজারে ফুটপাতে বসে কালাই রুটি খেয়েছেন। ওই দোকানির পরিবারের খোঁজখবর নিয়েছেন।’

এর আগে শনিবার বেলা সাড়ে ১১টায় নিজ বাসভবনে নদীভাঙন কবলিত এলাকার দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর পুনর্বাসন কার্যক্রমের আওতায় আর্থিক সহায়তার চেক বিতরণ করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি বলেন, ‘প্রান্তিক মানুষের সুখে-দুঃখে আমরা পাশে আছি। এখন কোনও মানুষ না খেয়ে থাকে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর সদিচ্ছা আছে বলেই আজ ৪৮টি পরিবারকে ৫০ হাজার টাকা করে ২৪ লাখ টাকা সহায়তা দিতে পারছি।’

তিনি বলেন, ‘বিশ্বে অর্থনৈতিক মন্দা চলছে। কিন্তু অর্থনৈতিকভাবে আমাদের দেশ অনেক ভালো অবস্থানে আছে। করোনাকালীন কিছুটা সমস্যা হলেও এখন আর সমস্যা নেই। দেশে খাদ্যের সমস্যা নেই, খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ। এবার চট্টগ্রামের মতো জেলায় ধানের বাম্পার ফলন হয়েছে। আগে প্রতি বিঘায় যেখানে ৮-১০ মণ ধান হতো, এখন হচ্ছে ২০-২২ মণ।’

সরকার সব পণ্যের ন্যায্যমূল্য নির্ধারণ করে দিয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘যারা পণ্য কিনতে পারে না, তাদের জন্য ভর্তুকির ব্যবস্থা করেছে সরকার। বাংলাদেশ পৃথিবীর মধ্যে একটি উজ্জ্বল নক্ষত্র।’