X
রবিবার, ০৪ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া সেই মাকে ঘর উপহার দেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাজশাহী প্রতিনিধি
১০ জানুয়ারি ২০২৪, ২২:১৯আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ২২:৫২

‘নৌকায় ভোট দেওয়ায়’ ছেলে কর্তৃক বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া সেই বৃদ্ধ মাকে ঘর উপহার দেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এজন্য তিনি বুধবার (১০ জানুয়ারি) বাঘা উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলম হোসেনকে নির্দেশ দিয়েছেন।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় মুঠোফোনে রাজশাহীর বাঘা উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলম হোসেন বাংলা ট্রিবিউন বলেন, ‘এখন পর্যন্ত ওনার (রূপজান) ছেলে ও মেয়ে কেউ তাকে নিয়ে যায়নি। বাড়ি থেকে বের করে দিয়ে আর খোঁজ নেয়নি। বৃদ্ধা দুই রাত প্রতিবেশীর বাড়িতে ছিলেন। তার দায়িত্ব প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম নিয়েছেন। এ জন্য আমাকে ঘর করার জন্য জায়গা পছন্দ করতে বলেছেন। আমি আজকে তার ছোট মেয়ে রাহিমার বাড়ির পাশেই দুই কাঠা জমি পছন্দ করেছি। সে মোতাবেক ওই জায়গা ক্রয় করে ঘর করে দেওয়া হবে। ঘরের আসবাবপত্রসহ যাবতীয় সব কিছু কিনে দেওয়া হবে। উপজেলা ইঞ্জিনিয়ার ঘরের ডিজাইন করবে। তারা এস্টিমেট দিলে সে অনুযায়ী বরাদ্দ দিয়ে কাজ শুরু করা হবে। বর্তমানে ওই নারী তার ছোট মেয়ের বাসায় আছেন। ঘর করে দেওয়ার পর যত দিন বেঁচে থাকবেন ওই নারীর পরবর্তী খোঁজ-খবর আমাদের মাধ্যমে রাখবেন। সেই সঙ্গে তার ঘর তৈরি করাসহ অন্যান্য খরচ তিনি বহন করবেন বলে আমাকে নির্দেশনা দিয়েছেন।’

উল্লেখ্য, বাঘায় নৌকায় ভোট দেওয়ায় মা রূপজানকে (৯০) বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে ছেলে শাকেত আলীর বিরুদ্ধে। কোনও উপায় না পেয়ে বৃদ্ধা আশ্রয় নিয়েছিলেন পাশের তরফ আলীর বাড়িতে। এমন ঘটনা ঘটেছিল বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের অমরপুর গ্রামে।

জানা যায়, বৃদ্ধা ভোটার হওয়ার পর থেকে নৌকায় ভোট দিয়ে আসছিলেন। ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধন্দহ-অমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দেন তিনি। মায়ের ভোট দেওয়ার বিষয়টি ছেলে জানতে পেরে ভোটের দিন (রবিবার) সন্ধ্যায় অকথ্য ভাষায় গালিগালাজ করে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন। বৃদ্ধা কোনও উপায় না পেয়ে পাশের তরফ আলীর বাড়িতে আশ্রয় নেন।

ছেলে শাকেত আলী তার মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার কথা অস্বীকার করে বলেন, ‘মাকে নৌকায় ভোট দেওয়ার বিষয়ে কোনও কথা বলিনি। আমার ওপর রাগ করে বাড়ি থেকে চলে গেছে। রাগ কমে গেলে বাড়িতে চলে আসবে।’

রূপজান বলেন, ‘ছেলে নৌকায় ভোট দিতে নিষেধ করেছিল। ছেলের নিষেধ না শোনায় আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমি সারা জীবন নৌকায় ভোট দিয়ে এসেছি। নৌকা প্রতীক দেখে ছেলের কথা রাখতে পারিনি। তবে যে কয় দিন বেঁচে আছি, ভোট আসলে নৌকা ছাড়া ভোট দিতে পারবো না।’

প্রথমে বৃদ্ধাকে আশ্রয়দাতা তরফ আলী বলেন, ‘মাগরিব নামাজের পরে তিনি আমার বাড়িতে আসেন। তাকে রাতের খাবার খাইয়ে পাশের একটি ঘরে থাকার ব্যবস্থা করে দিয়েছি। আমার বাড়িতে দুই দিন থেকে আছে। কোথাও থাকার জায়গা না পেলে আমার এখানে থাকবে। এতে কোনও অসুবিধা হবে না। বৃদ্ধ হয়ে গেছে, কত দিনই বা বাঁচবে। যত দিন ইচ্ছা থাকবে কোনও সমস্যা নেই। রূপজানের স্বামী হজরত আলী প্রায় ৩০ বছর আগে মারা গেছেন। তিনিও নৌকার ভক্ত ছিলেন।’

আরও পড়ুন- ‘নৌকায় ভোট দেওয়ায়’ বৃদ্ধ মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলো ছেলে

/কেএইচটি/এমওএফ/
টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
১১ জানুয়ারি ২০২৪, ১৯:৩২
১১ জানুয়ারি ২০২৪, ০৩:৩০
১১ জানুয়ারি ২০২৪, ০২:০৯
১০ জানুয়ারি ২০২৪, ২৩:২০
১০ জানুয়ারি ২০২৪, ২২:২৭
সম্পর্কিত
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিফজলুর রহমানের মন্তব্য ব্যক্তিগত
কূটনীতিক সুফিউর রহমানের নিয়োগ নিয়ে হচ্ছে কী
রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার
সর্বশেষ খবর
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
রাস্তায় কলেজছাত্রীকে ইভটিজিং, গ্রেফতার ২
রাস্তায় কলেজছাত্রীকে ইভটিজিং, গ্রেফতার ২
পল্টনে ভবনে আগুন: প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
পল্টনে ভবনে আগুন: প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
তেজগাঁওয়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৭৪
তেজগাঁওয়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৭৪
সর্বাধিক পঠিত
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন