পুলিশের ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে গেলো মাদক ব্যবসায়ী

রাজশাহীর তানোরে ফাঁদ পেতে মাদক ব্যবসায়ীকে আটকের পরিকল্পনা করেছিল ডিবি পুলিশ। কিন্তু গাঁজা কিনতে দেওয়া ডিবি পুলিশের ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে গেলো মাদক ব্যবসায়ী। এ নিয়ে মামলার ৫ দিন পার হলেও আসামিকে ধরতে পারেনি ডিবি।

গত ২৬ নভেম্বর (সোমবার) বিকালে তানোর উপজেলার কলমা ইউনিয়ন পরিষদ এলাকার দরগাডাঙ্গা বাজারে ঘটে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ইদুল (৩৫) নামে ওই এলাকার এক মাদক ব্যবসায়ীকে ধরতে ফাঁদ পেতেছিল জেলা গোয়েন্দা পুলিশ। পরিকল্পনা অনুযায়ী ইদুলের কাছ থেকে লক্ষাধিক টাকার গাঁজা কিনতে নিজেদের সোর্সকে পাঠায় ডিবি পুলিশ। কিন্তু গাঁজা দেওয়ার কথা বলে ওই সোর্সের কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়ে ইদুল পালিয়ে যায়।

ডিবি পুলিশের দাবি, ইদুলকে ধরতে গেলে কলমা ইউপির মেম্বার সহিদুল ইসলাম নিজের মোটরসাইকেলে করে আসামিকে নিয়ে পালিয়ে যান। এরপর থেকেই তারা দুজন পালাতক। তাদের ধরতে অভিযান চালাচ্ছে গোয়েন্দা পুলিশ।

ডিবি সূত্রে জানা যায়, ২৬ নভেম্বর (সোমবার) মাদক ব্যবসায়ী ইদুল পালিয়ে গেলেও তার দুই সহযোগী বাবুল (৩৮) এবং শুভকে (২০) গ্রেফতার করা হয়েছে। এ সময় ইদুলের বাড়ি তল্লাশি করে এক কেজি গাঁজা জব্দ করা হয়। তাদের চার জনকে আসামি করে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাই বলেন, এমন একটি ঘটনা ঘটেছে। আসামিদের ধরতে তৎপরতা চলছে।

তবে বিষয়টি জানেন না তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামারুজ্জামান মিয়া। তিনি বলেন, এমন কোনও বিষয় আমাদের জানানো হয়নি। তবে এমন একটি ঘটনা ঘটেছে বলে শুনেছি।