রাজশাহী মেডিক্যালের সামনে নিজ শরীরে আগুন দিলেন যুবক

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) ক্যাম্পাসে নিজ শারীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন মো. সাইফুর রহমান রাফি (২৮) নামের এক যুবক। বুধবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে রামেক ক্যাম্পাসের নুরুন্নবী হোস্টেলের সামনে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

আহত রাফি রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার হেতেমখাঁ এলাকার মো. বাবুলের ছেলে। তার মা রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে শ্রমিক হিসেবে কাজ করেন।

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. আফরোজা নাজনীন এ তথ্য নিশ্চিত করে বলেন, রাজশাহী মেডিক্যাল কলেজ ক্যাম্পাসের নুরুন্নবী হোস্টেলের সামনে নিজ শরীরে আগুন দেন রাফি। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে জরুরি বিভাগে আনলে সেখান থেকে ২৯ নম্বর ওয়ার্ডে (বার্ন ইউনিটে) ভর্তি করা হয়েছে।

ডা. আফরোজা আরও বলেন, রাফি মানসিক রোগে ভুগছেন মর্মে পরিবারের লোকজন জানিয়েছেন। রাফির শরীরের ৯৯ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা ঝুঁকিপূর্ণ।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, আহত যুবককে রামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তার মা পুলিশকে জানিয়েছেন ছেলে গত কয়েক বছর থেকে মানসিক সমস্যায় ভুগছেন। মূলত মানসিক সমস্যার কারণে এ ঘটনা ঘটিয়েছেন।