বড়াইগ্রামে আ.লীগের ৩ নেতাকে বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য করে নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোয়াড়ি ও মাঝগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় ও দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করায় আওয়ামী লীগের তিন নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সোমবার (১২ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে এই ঘোষণা দেয় উপজেলা আওয়ামী লীগ।

বহিষ্কারাদেশ পাওয়া ওই নেতারা হলেন- উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও জোয়াড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবু হেনা মোস্তফা কামাল, মাঝগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মাঝগাঁও ইউনিয়ন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী খোকন মোল্লা এবং মাঝগাঁও ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম এ খালেক পাটোয়ারী।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী বিষয়টি নিশ্চিত করে জানান, আগামী ২৯ ডিসেম্বর বনপাড়া পৌরসভার নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত হবে ওই দুই ইউনিয়ন পরিষদের নির্বাচন। নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়েছিলেন স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ। বিচার বিশ্লেষণ শেষে দলীয় মনোনয়ন পান জোয়াড়ি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চাঁদ মাহমুদ এবং মাঝগাঁও ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ্ আল আজাদ (দুলাল)। কিন্তু দলীয় নির্দেশনা উপেক্ষা করা এই তিন জনের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।