ছেলের জুতা পাল্টাতে গিয়ে প্রাণ গেলো বাবার

নাটোরের নলডাঙ্গা উপজেলার রেল স্টেশনের পাশের বাজারে সন্তানের জন্য কেনা নতুন জুতা পরিবর্তন করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে বাবার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যার পর রেলওয়ে ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে।

মারা যাওয়া সোহেল রানা (২৭) নলডাঙ্গা পৌর এলাকার পূর্ব সোনা পাতিল মহল্লার ফজু মিয়ার ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মাহাবুবুর জানান, সোহেল রানা ৯ মাস বয়সী ছেলের জন্য রেলওয়ে ব্রিজের পাশের বাজার থেকে জুতা কেনেন। কিন্তু জুতা বড় হওয়ায় পাল্টাতে বাজারে যাওয়ার পথে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মারা যান। 

সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার  হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানোর প্রস্তুতি চলছে।