রাজশাহীর সড়কে প্রাণ গেলো ৩ জনের

রাজশাহীতে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১২ জন। বুধবার (২৮ ডিসেম্বর) সকালে রাজশাহী মহানগর, মোহনপুর ও চারঘাট উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কের হাটরা এলাকায় একটি অটোরিকশা যাত্রী নিয়ে দাঁড়িয়ে ছিল। এ সময় একটি বালুভর্তি ট্রাক এসে অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আসাদুল ইসলাম (৩৮) নিহত হন। তিনি মোহনপুর উপজেলার হাটরা গ্রামের তজের মন্ডলের ছেলে। দুর্ঘটনায় অটোরিকশার আরও চার যাত্রী আহত হন। আহত ব্যক্তিদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মোহনপুর থানার ওসি সেলিম বাদশা বলেন, ‘দুর্ঘটনার পর চালক ট্রাক ফেলে পালিয়েছেন। নিহত আসাদুলের লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

এদিকে, বুধবার সকাল ৮টার দিকে নগরীর কাদিরগঞ্জ এলাকায় একটি মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় মাইক্রোবাসটি কাদিরগঞ্জ এলাকার গ্রেটার রোড মসজিদের দেয়ালে ধাক্কা লেগে উল্টে যায়। এতে মাইক্রোবাসের আট যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

রামেক হাসপাতাল পুলিশ বক্সে দায়িত্বরত কনস্টেবল হাসান মাহমুদ বলেন, ‘পাবনার আমিনপুর থেকে মাইক্রোবাস নিয়ে আট ব্যক্তি ভারতীয় ভিসার আবেদন জমা দিতে রাজশাহীতে এসেছিলেন। মাইক্রোবাস উল্টে তারা আহত হলে স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে আসেন। তাদের মধ্যে দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। অপর ছয় জন হাসপাতালে চিকিৎসাধীন।’

অপরদিকে, চারঘাট উপজেলায় ভ্যান ও মোটসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল ও ভ্যানচালক নিহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার ইউসুফপুর ইউনিয়নের বাদুড়িয়া বাদলের মোড়ে মোটরসাইকেল ও ভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন মোটরসাইকলচালক মতিহার থানার ধরমপুরের বুলবুল ইসলামের ছেলে সিয়াম (১৮) এবং ভ্যানচালক বাঘা উপজেলার হেলালপুর গ্রামের মৃত মইমুদ্দিনের ছেলে মাজদার রহমান (৫৫)।

চারঘাট মডেল থানার ওসি মাহবুবুল আলম বলেন, ‘ভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে ঘটনাস্থলে ভ্যানচালক মাজদার নিহত হন। আহত মোটরসাইকেলচালক সিয়ামকে রামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’