৩০ হাজার টন আখ মাঠে রেখে নর্থ বেঙ্গল চিনিকলে মাড়াই বন্ধ

প্রায় ৩০ হাজার মেট্রিক টন আখ মাঠে রেখেই ৫২ কর্মদিবসে মাড়াই বন্ধের ঘোষণা দিলো নাটোরের লালপুর নর্থ বেঙ্গল সুগারমিল। চলতি মৌসুমে চাহিদা অনুযায়ী আখ না পাওয়ায় লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হয়ে শত কোটি টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে আখ মাড়াই বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। 

সোমবার (১৬ জানুয়ারি) থেকে এই চিনিকলে আখ মাড়াই বন্ধ করে দেওয়া হয়েছে। চলতি মৌসুমে ৫২ কর্মদিবসে রবিবার (১৫ জানুয়ারি) পর্যন্ত চিনিকলে প্রায় ৮১ হাজার ৮৪০ মেট্রিক টন আখ মাড়াই হয়েছে।  

নর্থ বেঙ্গল সুগারমিল সূত্র জানায়, এই কলে চিনি উৎপাদনের পরিমাণ প্রায় চার হাজার ২০০ মেট্রিক টন। চিনি আহরণের হার ছিল শতকরা ৫ দশমিক ৩৪ ভাগ। চলতি মৌসুমে আখ মাড়াই শুরু হয় গত ২৫ নভেম্বর। এবার মিল এলাকায় ১৮ হাজার ১০০ একর জমিতে দুই লাখ ৪০ হাজার মেট্রিক টন আখ উৎপাদিত হয়। এর মধ্যে এক লাখ ৪০ মেট্রিক টন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রার নির্ধারণ করা হয় ৯ হাজার ৮০০ মেট্রিক টন। চিনি আহরণের হার ধরা হয় শতকরা সাত ভাগ।

মিলের ব্যবস্থাপনা পরিচালক আনিসুল আজম বলেন, ‘চলতি মৌসুমে পর্যাপ্ত আখ উৎপাদনে চাষিদের সার-বীজ দিয়ে সহায়তা করা হয়। কিন্তু তারা আখ সরবরাহ না করায় মাড়াই কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছি। তবে মিলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আখের দাম বাড়ানোসহ বিভিন্ন দাবির ব্যাপারে অত্যন্ত আন্তরিক। আশা করি, মিল এলাকার মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের কথা ভেবে চাষিরা আগামীতে বেশি বেশি আখ মিলে সরবরাহ করবেন।’