জামানত বাজেয়াপ্ত হচ্ছে হিরো আলমের

বগুড়া-৪ ও ৬ আসনের উপনির্বাচনে প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ না পাওয়ায় আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমসহ ১৪ জনের জামানত বাজেয়াপ্ত হচ্ছে। এর মধ্যে বগুড়া-৬ আসনে ৯ বগুড়া-৪ আসনে পাঁচ প্রার্থীর জামানত হারাচ্ছেন।

বগুড়া জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার অনুষ্ঠিত উপনির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে ১১ জন প্রার্থী ছিলেন। মোট চার লাখ ১০ হাজার ৭৪৩ ভোটের মধ্যে বৈধ ভোট পড়েছে ৯১ হাজার ৭৪২ ভোট। এর এক-অষ্টমাংশ ১১ হাজার ৪৬৮ ভোট না পাওয়ায় এ আসনে ৯ প্রার্থী জামানত হারিয়েছেন। এই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাগেবুল আহসান রিপু ৪৯ হাজার ৩৩৬ ভোট পেয়ে বেসরকারি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবদুল মান্নান (ট্রাক) পেয়েছেন ২১ হাজার
৮৬৪ ভোট।

জামানত হারানো প্রার্থীরা হলেন- জাতীয় পার্টির নুরুল ইসলাম ওমর (৬৯৯৫ ভোট), স্বতন্ত্র প্রার্থী হিরো আলম (৫২৭৪ ভোট), স্বতন্ত্র সাবেক বিএনপি নেতা সরকার বাদল (২৮১১ ভোট), স্বতন্ত্র মাছুদার রহমান হেলাল (১৬১৮ ভোট), স্বতন্ত্র রাকিব হাসান (১৪৪৯ ভোট), জাসদের ইমদাদুল হক ইমদাদ (১৩৪০ ভোট), খেলাফত আন্দোলনের নজরুল ইসলাম (৪৬৮ ভোট), জাকের পার্টির ফয়সাল বিন শফিক (৪১৭ ভোট) ও গণফ্রন্টের আফজাল হোসেন (১৭০ ভোট)।

বগুড়া-৪ আসনে মোট প্রার্থী ছিলেন ৯ জন। মোট তিন লাখ ২৮ হাজার ২৬৯ ভোটারের মধ্যে বৈধ ভোট পড়েছে ৭৮ হাজার ৫২৪ ভোট। এর এক-অষ্টমাংশ ৯ হাজার ৮১৬ ভোট না পাওয়ায় এ আসনে পাঁচ প্রার্থী জামানত হারিয়েছেন। এখানে জাসদের এ কে এম রেজাউল করিম তানসেন ২০ হাজার ৪০৫ ভোট পেয়ে এমপি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিরো আলম পেয়েছেন ১৯ হাজার ৫৭১ ভোট।

জামানত হারানো প্রার্থীরা হলেন- জাতীয় পার্টির শাহীন মোস্তফা কামাল (৬৪৪৬ ভোট), জাকের পার্টির আবদুর রশিদ সরদার (৪০৬৪ ভোট), বাংলাদেশ কংগ্রেসের তাজ উদ্দিন মন্ডল (৩৫৬৭ ভোট), স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা (২৩৯০ ভোট) ও স্বতন্ত্র প্রার্থী ইলিয়াস আলী (৮৪৮ ভোট)।

বগুড়া জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান জানান, এক-অষ্টমাংশ ভোট পেতে ব্যর্থ হওয়ায় দুটি আসনে ১৪ জনের জামানত বাজেয়াপ্ত হবে। গেজেট হওয়ার পর এ তালিকা তৈরি করা হবে।