স্মার্ট হবে দেশের স্বাস্থ্যসেবা: পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দ্রুত স্মার্ট হবে দেশের স্বাস্থ্যসেবা। এই খাতে যুক্ত হবে ইন্টারনেট সুবিধা। এ লক্ষ্যে দেশের ১৮ হাজার কমিউনিটি ক্লিনিকে ইন্টারনেট সেবা পৌঁছে দেয়া হচ্ছে। ওই কাজ শেষ হলে দ্রুতই রোগীরা বাড়িতে বসে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা পাবেন।’

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে সিংড়া ডায়াবেটিক সমিতির আয়োজনে পরিচালিত বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। 

পলক বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের উপহার দিয়েছেন একটি স্বাধীন ভূখণ্ড আর দেশ পরিচালনার সংবিধান। তিনি দেশকে সোনার বাংলা গড়তে নানামুখী জনবান্ধব পদক্ষেপ নিয়েছিলেন। তারই নির্দেশিত পথে গত ১৪ বছরে দেশের স্বাস্থ্যসেবা খাতে অভূতপূর্ব উন্নয়ন করেছেন প্রধানমন্ত্রী। এই ধারাবাহিকতায় দেশের কমিউনিটি ক্লিনিকগুলো ইন্টারনেট সংযোগের আওতায় এলে বাড়িতে বসে চিকিৎসকের পরামর্শ পাবে মানুষ।’

দেশের স্বাস্থ্যখাত যেকোন সময়ের তুলনায় এখন অনেক ভালো বলে দাবি করেন পলক। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্বাস্থ্যসেবা এখন পৌঁছে যাচ্ছে প্রত্যন্ত জনপদে। শুধু তাই নয় গত ১৪ বছরে দেশের যোগাযোগ, অবকাঠামো, কৃষিসহ সব ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে।’

সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডায়াবেটিক সমিতির সভাপতি ডা. এ কে আজাদ খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমান ও সিংড়া পৌর মেয়র এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  জান্নাতুল ফেরদৌস।