চোরাই মোটরসাইকেলসহ উপজেলা ছাত্রলীগ নেতা গ্রেফতার

চোরাই মোটরসাইকেলসহ বগুড়ার শাজাহানপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম গাউছ লিমনকে (২৪) গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) বিকালে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার বনানী হাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ডিবির এসআই জামাল বাদী হয়ে তার বিরুদ্ধে শাজাহানপুর থানায় মামলা করেছেন। গোলাম গাউছ লিমন শাজাহানপুর উপজেলার রহিমাবাদ বি-ব্লক এলাকার শাহ আলমের ছেলে। 

শাজাহানপুর থানার ওসি আবদুল কাদের জিলানী বলেন, ‘লিমনের বিরুদ্ধে থানায় বিভিন্ন ধারায় দুটি মামলা রয়েছে। নতুন করে তার বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে।’

উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রঞ্জু বলেন, ‘অপরাধের সত্যতা পাওয়া গেলে যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম গাউছ লিমনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

পুলিশ জানায়, লিমনের বিরুদ্ধে ছিনতাইসহ দুটি মামলা রয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ডিবি পুলিশের একটি দল উপজেলার বনানী হাট এলাকা থেকে একটি চোরাই মোটরসাইকেলসহ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে।