স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর ১০ বছরের কারাদণ্ড

রাজশাহীর বাগমারায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা মামলায় স্বামীকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৫ এপ্রিল) দুপুরে জেলা নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মুহা. হাসানুজ্জামান এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত সোহাগ হোসেন বাগমারা উপজেলার চাঁনপাড়ার মৃত জয়নালের ছেলে। এ মামলায় আরও তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে। তারা হলেন- ইয়াছিন আলী মণ্ডল, ইমরান আলী মণ্ডল ও মোসা. রুপালী।

জেলা নারী ও শিশু আদালত-২ এর রাষ্ট্রপক্ষের আইনজীবী নাসরিন আখতার মিতা এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১১ সালের ৪ এপ্রিল আসামি সোহাগ হোসেন দুই লাখ টাকা যৌতুক দাবি করেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তর্কা হয়। একপর্যায়ে স্ত্রী সাবিনাকে গলা টিপে হত্যা করেন সোহাগ। এ ঘটনায় নিহতের মা সামেনা বিবি একটি মামলা করেন। সেই মামলায় বুধবার রায় ঘোষণা করেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নাসরিন আখতার মিতা বলেন, ‘আসামি সোহাগের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ১০ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। যেহেতু ঘটনার সময় আসামির বয়স ১৬ বছর ছিল তাই তাকে সংশোধনাগারে রাখা হয়েছিল। বর্তমানে তিনি পূর্ণবয়স্ক হওয়ায় তাকে রাজশাহী জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।’